Monday, June 1, 2015

শর্টকাট টেকনিকে Math শিখার যাদুকরী কৌশল

<<<Rule of 72>>>

১) আপনার 50,000 টাকা ব্যাংকে জমা আছে এবং
ব্যাংক ঐ জমার উপর 10% হারে মুনাফা দেয়। তাহলে
কতদিন পরে তা দ্বিগুণ হবে?
এই অংকটি সহজে করার জন্য আপনি Rule of 72 প্রয়োগ
করতে পারেন তাহলে খুব সহজে অংক না করেও আপনি
উত্তর পেয়ে যাবেন।

Rule of 72 কি?

Rule of 72 প্রয়োগ করা যাবে যদি কোন কিছুকে
দ্বিগুণ করার কথা বলা হয় এবং প্রশ্নে Percent উল্লেখ
থাকে। তাহলে এই Rule এর মাধ্যমে আমরা 1 নং
অংকটি করতে পারি। 72 কে প্রশ্নে উল্লেখিত
Percent দিয়ে ভাগ করলেই খুব কাছাকাছি (খেয়াল
করুন- ১০০% সঠিক উত্তর পাবেন না, কাছাকাছি
পাবেন) উত্তরটি পেয়ে যাবেন। উপরের 1 নং
অংকটির উত্তর হল 72/10=7.2 বছর অর্থাৎ 7.2 বছর পরে
ঐ টাকা দ্বিগুণ হবে। যদি পুরো অংকটি step by step
করেন তাহলে উত্তর হবে 7.27 ।

২) 100,000 টাকা 6% হারে কতদিনে দ্বিগুণ হবে?
সমাধানঃ 72/6= 12 বছর। (সঠিক উত্তর 11.89 বছর)

৩) 160,000 টাকা 20% হারে কতদিনে 320,000 টাকা
হবে?
সমাধানঃ 72/20= 3.6 বছর (সঠিক উত্তর 3.80 বছর)

<<<Rule of 115>>>

১) আপনার 200,000 টাকা ব্যাংকে জমা আছে এবং
ব্যাংক ঐ জমার উপর 10% হারে মুনাফা দেয়। তাহলে
কতদিন পরে তা তিনগুণ হবে?
এই অংকটি সহজে করার জন্য আপনি Rule of 115
প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে অংক না
করেও আপনি উত্তর পেয়ে যাবেন।

Rule of 115 কি?

Rule of 115 প্রয়োগ করা যাবে যদি কোন কিছুকে
তিনগুণ করার কথা বলা হয় এবং প্রশ্নে Percent
উল্লেখ থাকে। তাহলে আমরা 1 নং অংকটি করতে
পারি এই Rule এর মাধ্যমে। 115 কে প্রশ্নে উল্লেখিত
Percent দিয়ে ভাগ করলেই উত্তর পেয়ে যাবেন।
উপরের ১ নং অংকটির উত্তর হল 115/10=11.5 বছর
অর্থাৎ 11.5 বছর পরে ঐ টাকা তিনগুণ হবে। যদি পুরো
অংকটি Step by step করেন তাহলে উত্তর হবে 11.53
বছর।

২) 56,700 টাকা 5% হারে কতদিনে তিনগুণ হবে?
সমাধানঃ 115/5= 23 বছর। (সঠিক উত্তর 22.51 বছর)

৩) 200,000 টাকা 20% হারে কতদিনে 600,000 টাকা
হবে?
সমাধানঃ 115/20= 5.75 বছর (সঠিক উত্তর 6.02 বছর)

এভাবে খুব সহজে উত্তরটি (Approximate answer, not 100% accurate answer) পেয়ে যাবেন। বিশেষ করে ompetitive exam এ MCQ প্রশ্ন গুলোকে Solve করার জন্য যখন আপনার হাতে সময় খুব কম থাকবে তখন এই Shortcut টেকনিক গুলো খুব বেশি সহায়ক হবে। তবে যদি Answer option গুলো খুব কাছাকাছি হয়
 (যেমন-Rule of 72 এর ১ নং অংক এর বেলায় ৭.২০, ৭.৩০, ৭.৫০),তাহলে ভুলেও এটি প্রয়োগ করবেন না। প্রয়োগ করবেন তখনই যখন দেখবেন Option গুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বিদ্যমান।

No comments:

Post a Comment