Thursday, January 15, 2015

বাংলা ব্যাকরণ মনে রাখার টেকনিক

আমরা অনেক সময় এই সাধারন বিষয়গুলা ভুল করি। এগুলা যে-
কোন পরীক্ষার জন্য গুরুত্তপূর্ন।
১) ভাষার মূল উপাদান-- ধ্বনি।
২) ভাষার মুল উপকরণ-- বাক্য।
৩) বাক্যের মূল উপাদান-- শব্দ।
৪) শব্দের মূল উপাদান-- ধ্বনি।
বাংলা ব্যাকরণে শব্দের শ্রেনিবিভাগ মনে রাখা খুবই ঝামেলার
কাজ।


কিন্তু সামান্য টেকনিক খাটালে খুব সহজে মনে রাখা সম্ভব ------
১) যৌগিক শব্দ::::::::
#টেকনিক:- #মধুর #গায়ক #কর্তব্য না করে #বাবুয়ানা ভাব করে
#রাঁধুনি # দৌহিত্রককে নিয়ে #চিকামারাতে গিয়ে দেখল #পিতৃহীন
#চালক # পাঠক # মিতালীর সঙ্গে #পাগলামি করছে।

২) রুঢ় বা রুঢ়ি শব্দ::::::::
#টেকনিক:- #তেলে # ভাজা #সন্দেশ # খেয়ে #প্রবীন লোকটি
#পাঞ্জাবি পরে # ঝিকে নিয়ে # হস্তীর পিঠে ওঠে #বাশি বাজায়
যেটা দেখার পর #গবেষনায় #কুশল # হরিন পালায়।

৩) যোগরুঢ় শব্দ:::::::
#টেকনিক:- #রাজপুত্র #পন্মজ ও #সরোজ তোলার
উদ্দেশ্যে #জলধিতে যাবার জন্য #মহাযাত্রার আয়োজন করল।
এই টেকনিক গুলা মনে রাখতে পারলে আপনি খুব
সহজে কোনটি কোন শব্দ, সেটি বের করতে পারবেন।


3 comments:

  1. ভাই উদাহরণ দিলে কিছুটা অন্তত বুঝতাম।

    ReplyDelete
  2. Enter your comment...hom

    ReplyDelete