Wednesday, January 14, 2015

বিভাগ ভিত্তক টেকনিক


একবার পড়ুন---- অবশ্যই মনে থাকবে।

# মোট বিভাগ- ৭টি।

১) আয়তনে বৃহত্তম= চট্রগ্রাম---- ক্ষুদ্রতম= সিলেট।

২) জনসংখ্যায় বৃহত্তম= ঢাকা--- ক্ষুদ্রতম = বরিশাল।

৩) জনসংখ্যার ঘনত্ব বেশি= ঢাকা--- কম= বরিশাল

[[ টেকনিক :- জনসংখ্যায় বৃহত্তম মানেইতো ঘনত্ব বেশি হবে, আর কম মানেই তো ঘনত্ব কম হবে]]

৪) জনসংখ্যা বৃদ্ধির হার বেশি= সিলেট--- কম= বরিশাল।

৫) সাক্ষরতার হার কম= সিলেট----- বেশি= বরিশাল

[[ টেকনিক:- জনসংখ্যা বৃদ্ধির হার বেশি মানেই শিক্ষিতের হার কম জানে। সুতরাং স্বাক্ষরতার হার তো কম হবেই ]]

৬) জেলার সংখ্যা বেশি- ঢাকা। (১৭টি)।

৭) জেলার সংখ্যা কম= সিলেট (৪টি)

[[ টেকনিক :- ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই জেলা বেশি হবেই,আর ১নং এ উল্যেখ আছে যে, সিলেট আয়তনে ক্ষুদ্র, তাই জেলা কম হওয়াটাই স্বাভাবিক ]]

Facebook পেজ

এডমিনঃ Ex_SouL_RonY

No comments:

Post a Comment