Wednesday, January 14, 2015

ইংরেজীর বারো টি মজার এবং বিস্ময়কর তথ্য


1. Almost
সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

2.ইংরেজিতে মাত্র ৪টি শব্দআছে যাদের শেষে dous আছে।
এগুলো হলঃ tremendous , horrendous , stupendous ,
hazardous

3. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ
যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।


4. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

5. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

6. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

7. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ
তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her,here, ere, therein, herein

8. Typewriter সবচেয়ে বড়
ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।

9. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার
আছে।

10. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষরoo,kk,ee
পাশাপাশি আছে।

 11. understudy এমন একটি শব্দ
যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে। 12. queue একমাত্র
ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।

No comments:

Post a Comment