Wednesday, January 14, 2015

বাংলা উপসর্গ এর টেকনিক

''একটা গল্প বলি দেখেন তো কখনো শুনছেন কিনা!!!!
ভাল ভাবে পড়বেন। আর জানাতে ভুলবেন না যেন"!!! তাহলে শুরু করা যাক ------

অজপাড়ার আনমনা কুচরিত্রের সুমন ছেলেটি অ,আ, পড়তে পারত না। 

কিন্তু অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করে । 
ঊনপঞ্চাশ দিন পর ছেলেটির বাবা আবডাল ভেঙ্গে ভরদুপুরে পাতিলেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আড়চোখে তাকায় নি।

[[ গল্পটি ধীরে ধীরে মন দিয়ে ২-৩ বার পড়ুন]]

কি শুনছেন কখনো???? নিচের দিকে আসেন তার পর দেখেন আপনি অজান্তে শিখে ফেলেছেন আপনি ভাবতে পারবেন না"!!!!!
:
:
:
:
:
আপনি যে গল্পটা পরেছেন সেটা শুধু গল্পনা এর মধ্যে আছে খাটি বাংলার ২১ টি উপসর্গ.. কি বিশ্বাস হচ্ছে না ??........ তাহলে দেখেন::::

অজ, আন, কু, সু, অ, আ, অঘা, রাম, অনা, ইতি, সা, স, কদ্, বি, ঊন, অব, ভর, পাতি, হা, আড়, নি।-------এই হল খাটি বাংলার ২১ টি উপসর্গ।।। 

এখন আপনার যা করতে হবে তা হল---প্রথমে গল্পটা খাতায় লিখুন এবার উপসর্গ গুলোর নিচে আন্ডারলাইন করুন তারপর দেখুন মনে না থেকে যাবে কোথায়"!!!!

যদি আপনার চান এরকম করে বাকি উপসর্গ গুলো আসবে। কি, চান?? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।

No comments:

Post a Comment