Thursday, January 29, 2015

দক্ষিন আমেরিকার দেশগুলার নাম

দক্ষিন আমেরিকার দেশগুলার নাম মুখস্ত বলতে পারবেন????
না পড়লে টেকনিক দেখুন-----------
‪#টেকনিক:- (BBC Vs APEC & Ur GP) এটা মুখস্ত করলেই----- কেল্লাফতে!!!!!
ব্যাখ্যা :- --------------
B- ব্রাজিল
B- বলিভিয়া
C- কলম্বিয়া
V- ভেনিজুয়েলা
S- সুরিনাম
A- আর্জেন্টিনা
P- পেরু
E- ইকুয়েডর
C- চিলি
Ur- উরুগুয়ে
G- গায়ানা
P- প্যারাগুয়ে
না বুঝে থাকলে আরেকবার পড়ুন। আশাকরি মনে থাকবে।
মধ্য এশিয়ার দেশগুলার নাম বলতে পারবেন?? না পারলে টেকনিক দেখুন--------
#টেকনিক:- ( তুতা কাকি উস্তান)
বন্ধনীর লাইনটি মনে রাখার চেস্টা করুন।
ব্যাখ্যা:------------
তু- তুর্কমেনিস্তান।
তা- তাজিকিস্তান।
কা- কাজাখিস্তান।
কি- কিরগিজস্তান।
উস্তান- উজবেকিস্তান।


Facebook Page


পোস্ট ভাল লাগলে এবং এমন আরো নতুন পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। 

Thursday, January 15, 2015

বাংলা ব্যাকরণ মনে রাখার টেকনিক

আমরা অনেক সময় এই সাধারন বিষয়গুলা ভুল করি। এগুলা যে-
কোন পরীক্ষার জন্য গুরুত্তপূর্ন।
১) ভাষার মূল উপাদান-- ধ্বনি।
২) ভাষার মুল উপকরণ-- বাক্য।
৩) বাক্যের মূল উপাদান-- শব্দ।
৪) শব্দের মূল উপাদান-- ধ্বনি।
বাংলা ব্যাকরণে শব্দের শ্রেনিবিভাগ মনে রাখা খুবই ঝামেলার
কাজ।

বাংলা ও ইংরেজি সাল মনে রাখার কৌশল

আমরা অনেকেই ইংরেজি মাসের তারিখ জানি, কিন্তু বাংলার জানিনা।

আবার অনেক পরীক্ষায় ইংরেজি তারিখ দিয়ে,
বাংলারটা জানতে চাওয়া হয়।

Shortcut_টেকনিক :::
ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন
বাংলা সাল......
বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের
১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস
গুলো ইংরেজি মাসের
১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে।

Wednesday, January 14, 2015

বন্ধুরা আসুন জেনে নেই ৮ নিয়ে যত্তসব


১) বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ-- ৮ম।

2) মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল-- ৮নং সেক্টর।

৩) মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব-- ৮ফুট।

৪) পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বের--
৮টি দেশ

৫) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময়
লাগে-- ৮মিনিট ২০সেকেন্ড.

Exclusive টেকনিক ১১ নিয়ে যত্তসব


১) রাষ্ট্রভাষা দিবস--১১ মার্চ

২) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ --১১টি

৩) বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায়
আছে-- ১১টি

৪) স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় পদাথের মৌলিক
পদার্থ -- ১১টি

৫) বিশ্ব জনসংখ্যা-- ১১ জুলাই


ইংরেজীর বারো টি মজার এবং বিস্ময়কর তথ্য


1. Almost
সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

2.ইংরেজিতে মাত্র ৪টি শব্দআছে যাদের শেষে dous আছে।
এগুলো হলঃ tremendous , horrendous , stupendous ,
hazardous

3. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ
যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

নদী সম্পর্রকীত সাধারনজ্ঞান+ Special টেকনিক


**পদ্মা নদীর পুর্বনাম:- কীর্তীনাশা।
**যমুনা নদীর পুর্বনাম:- জোনাই নদী।
**বুড়িগঙ্গা নদীর পুর্বনাম:- দোলাই নদী।
** ব্রক্ষ্মপুত্র নদীর পুর্বনাম:- লৌহিত্য।

টেকনিকঃ (১)
#পদ্মার # কীর্তি দেখে #যমুনাবিবির কন্যা #জোনাকিকে # বুড়ি
হওয়ার পুর্বেই #ধোলাইখালের # ব্রাহ্মণ পুত্র # লোহিতের নিকট
সপে দিল।

Word Meaning শেখার টেকনিক

অনেকেই অনেক ভাবে Word meaning শিখে থাকেন, যদি আপনি টেকনিকের সাথে word meaning শিখতে চান তাহলে Like দিয়ে একটিভ থাকুন----

টেকনিকের উল্টাপাল্টা Word meaning ...

Upset (v) = হতভম্ব হওয়া ।
Set Up (v) = স্হাপন করা ।

Income (n) = আয় ।
Come In (v) = ভিতরে প্রবেশ করা।

Output (n) = উৎপাদন ।
Put Out (v) = নিভিয়ে ফেলা ।

Overcome (v) = অতিক্রম করা, জয় করা ।
Come Over (v) = মনে আসা, পক্ষ পরিবর্তন করা ।

Outlook (n) = দৃষ্টিভঙ্গি ।
Look Out (v) = বাইরে তাকানো ।

Outcome (n) = ফলাফল, পরিণাম ।
Come Out (v) = প্রকাশিত হওয়া ।

Outgo (n) = খরচপত্র ।
Go Out (v) = বাইরে যাওয়া ।

Outcast (adj) = সমাজচ্যুত ভবঘুরে
Cast Out (v) = বহিষ্কার বা প্রত্যাখ্যান করা ।

Outset (n) = শুরু ।
Set Out (v) = যাত্রা করা ।

Onset (n) = প্রবল আক্রমণ ।
Set On (v) =লাগিয়ে দেয়া ।


কেমন লাগলো কমেন্ট করে জানাবেন

বাংলা উপসর্গ এর টেকনিক

''একটা গল্প বলি দেখেন তো কখনো শুনছেন কিনা!!!!
ভাল ভাবে পড়বেন। আর জানাতে ভুলবেন না যেন"!!! তাহলে শুরু করা যাক ------

অজপাড়ার আনমনা কুচরিত্রের সুমন ছেলেটি অ,আ, পড়তে পারত না। 

কিন্তু অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করে । 
ঊনপঞ্চাশ দিন পর ছেলেটির বাবা আবডাল ভেঙ্গে ভরদুপুরে পাতিলেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আড়চোখে তাকায় নি।

[[ গল্পটি ধীরে ধীরে মন দিয়ে ২-৩ বার পড়ুন]]

কি শুনছেন কখনো???? নিচের দিকে আসেন তার পর দেখেন আপনি অজান্তে শিখে ফেলেছেন আপনি ভাবতে পারবেন না"!!!!!
:
:
:
:
:
আপনি যে গল্পটা পরেছেন সেটা শুধু গল্পনা এর মধ্যে আছে খাটি বাংলার ২১ টি উপসর্গ.. কি বিশ্বাস হচ্ছে না ??........ তাহলে দেখেন::::

অজ, আন, কু, সু, অ, আ, অঘা, রাম, অনা, ইতি, সা, স, কদ্, বি, ঊন, অব, ভর, পাতি, হা, আড়, নি।-------এই হল খাটি বাংলার ২১ টি উপসর্গ।।। 

এখন আপনার যা করতে হবে তা হল---প্রথমে গল্পটা খাতায় লিখুন এবার উপসর্গ গুলোর নিচে আন্ডারলাইন করুন তারপর দেখুন মনে না থেকে যাবে কোথায়"!!!!

যদি আপনার চান এরকম করে বাকি উপসর্গ গুলো আসবে। কি, চান?? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।

বিভাগ ভিত্তক টেকনিক


একবার পড়ুন---- অবশ্যই মনে থাকবে।

# মোট বিভাগ- ৭টি।

১) আয়তনে বৃহত্তম= চট্রগ্রাম---- ক্ষুদ্রতম= সিলেট।

২) জনসংখ্যায় বৃহত্তম= ঢাকা--- ক্ষুদ্রতম = বরিশাল।

৩) জনসংখ্যার ঘনত্ব বেশি= ঢাকা--- কম= বরিশাল

[[ টেকনিক :- জনসংখ্যায় বৃহত্তম মানেইতো ঘনত্ব বেশি হবে, আর কম মানেই তো ঘনত্ব কম হবে]]

৪) জনসংখ্যা বৃদ্ধির হার বেশি= সিলেট--- কম= বরিশাল।

৫) সাক্ষরতার হার কম= সিলেট----- বেশি= বরিশাল

[[ টেকনিক:- জনসংখ্যা বৃদ্ধির হার বেশি মানেই শিক্ষিতের হার কম জানে। সুতরাং স্বাক্ষরতার হার তো কম হবেই ]]

৬) জেলার সংখ্যা বেশি- ঢাকা। (১৭টি)।

৭) জেলার সংখ্যা কম= সিলেট (৪টি)

[[ টেকনিক :- ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই জেলা বেশি হবেই,আর ১নং এ উল্যেখ আছে যে, সিলেট আয়তনে ক্ষুদ্র, তাই জেলা কম হওয়াটাই স্বাভাবিক ]]

Facebook পেজ

এডমিনঃ Ex_SouL_RonY

Calculetor ছাড়া ম্যাথ করার Special টেকনিক 



সমস্যা ১:- ৭(সাত) এর ৫% কত হবে????

ক) ০.৩০ খ) ০.৩৫
গ) ০.৪০ ঘ) ০.৪৫

আপনি কি এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন?? না পড়লে টেকনিক দেখুন-----

‪#‎টেকনিক‬:- ৫*৭= কত?? অবশ্যই ৩৫। তাই উত্তর হবে খ) ০.৩৫

সমস্যা ২:- ১৫০০ এর ৪০% কত হবে???

ক) ৫০০ খ) ৬০০
গ) ৭০০ ঘ) ৮০০

#টেকনিক: ১৫ কে ৪ দিয়ে গুন দিন। ৬০ হবে
[[বলে রাখা ভাল যে, সংখ্যা যতই বড় হোক না কেন। শুন্য বাদ দিয়ে প্রথম দিকের সংখ্যা দিয়ে গুন করবেন]]
তাহলে, উত্তর: খ) ৬০০ হবে।

সমস্যা ৩:- ১৫০০ এর ৭% কত হবে???

ক) ২০০ খ) ২০৫
গ) ৩০৪ ঘ)১০৫

#টেকনিক:- ১৫ কে ৭ দিয়ে গুন দিন। উত্তর পেয়ে যাবেন।
উত্তর: ঘ) ১০৫।

আজ ১ম পর্বে কিছুটা সহজ টেকনিক গুলা দেয়া হলো। পয্যায়ক্রমে সব টেকনিক দেয়া হবে। 
মনে রাখবেন, ক্যালকুলেটর আগে আসেনি, Mathematics আগে আসছে।
সুতরাং, Like দিয়ে সাথেই থাকুন। আর, Share করে অন্যকে জানিয়ে দিন।



Facebook

‪ SHUVO ROY