Thursday, May 28, 2015

Secrets to speaking English success


আমাদের দেশের ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য অধিকাংশ
উচ্চশিক্ষিত ব্যক্তিও ভালোভাবে ইংরেজীতে কথা
বলতে পারে না।এজন্য তারা যেমন হতাশায় ভোগে,
তেমনি কর্মক্ষেত্রে কিংবা বিদেশীদের সাথে
Communication এ পিছিয়ে থাকে। নিচে English
speaking এ সফলতা অর্জনের জন্য কিছু Effective কৌশল
বর্ননা করা হল -

1. Listen, Listen & Listen to Real English
একটি Language শেখার স্বাভাবিক প্রকৃয়া হচ্ছে – First
listen, then speak. একটি শিশু প্রথমে সবার কথা শ্রবন
করে এবং পরবর্তীতে ধীরে ধীরে একটু একটু
করে বলতে শিখে।একজন শিক্ষার্থী যত Real English
শ্রবন করার অভ্যাস করবে, তার English বলার ক্ষমতা তত
বৃদ্ধি পাবে।

2. Don’t Study Grammar Too Much
শিক্ষার্থীদের একটা কথা মনে রাখতে হবে, Language
Grammar কে অনুসরন করে না, Grammar Language
কে অনুসরন করে।একটি শিশু প্রথমে ভাষা বলতে শিখে
এবং পরবর্তীতে Grammar শিখে।
এক্ষেত্রে শিক্ষার্থীর Tense, Passive Voice,
Modals, Auxiliaries ইত্যাদি সম্পর্কে basic ধারনা থাকাই
যথেষ্ট। কারন Grammar নিয়ে অতিরিক্ত obsessed হয়ে
গেলে English এ কথা বলা জটিল ও সময়সাপেক্ষ হয়ে
পড়বে।

3. Think in English
ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে হলে বাংলা
থেকে ইংরেজীতে translation করা বর্জন করতে
হবে এবং ইংরেজিতে চিন্তা করা শিখতে হবে। If you
can’t think in English, you won’t be able to speak
fluent English. তাই প্রতিনিয়ত English এ চিন্তা করার
 চর্চা শুরু করতে হবে।

4. Study Phrases Rather Than Individual Words
English speaking এ improve করতে হলে
শিক্ষার্থীদেরকে individual word এর পরিবর্তে
English Phrase শিখতে হবে। যেমন: ধরা যাক একটি
ইংরেজি শব্দ Viable যার অর্থ টেকসই। এখন, Individually
‘Viable’ শব্দটি না শিখে বরং Phrase এ শেখা উচিত,
যেমন: ‘A viable alternative’ অথাৎ ‘একটি টেকসই
বিকল্প’। এতে যেমন শব্দটির অর্থ শেখা হবে তেমনি
তার ব্যবহারও।

5. Speak English Regularly & Confidently
পানিতে না নেমে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি
ইংরেজীতে কথা না বলে English speaking শেখা যায়
না। তাই বাড়িতে, ক্লাশে, অফিসে, বন্ধুদের সাথে নিয়মিত
ইংরেজীতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।যারা
ইংরেজীতে কথা বলা শিখতে চায়, তাদেরকে নিয়ে
Group তৈরি করতে হবে।
আত্মবিশ্বাসের সাথে ইংরেজীতে কথা বলতে হবে।
এক্ষেত্রে একটা কথা স্মরন রাখতে হবে – আপনি
ইংরেজীতে যত কথা বলবেন, আপনার আত্মবিশ্বাস তত
বৃদ্ধি পাবে। আর আপনার আত্মবিশ্বাস যত বৃদ্ধি পাবে,
আপনি তত ভালোভাবে ইংরেজি বলতে পারবেন।

6. Accept Your Mistakes While Speaking
ইংরেজীতে কথা বলতে গেলে শুরুতে ভূল হওয়াটাই
স্বাভাবিক। বরং ভূল না হওয়াটাই অস্বাভাবিক।তাই এই ভূলের
কারনে embarrassment এর ভয়ে কথা বন্ধ না করে বরং
এই ভূলকে স্বভাবিক ভাবে নিয়ে ইংরেজীতে কথা বলা
চালিয়ে যেতে হবে।এবং এই ভূলগুলির প্রতি সচেতন
হতে হবে। এতে আজ যে ভূলগুলো
হবে ‌আগামীকাল তার সংখ্যা কমে যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হলো – অধিকাংশ মানুসই এই
ভূলগুলো বুঝতে পারবে না অথবা যারা বুঝতে পারবে তারা
এই ভূলগুলোকে ignore করে মূল বক্তব্যের দিকে
মনোযোগ দিবে।

7. Set goals: Short Term & Long Term
English speaking শেখা যেমন কষ্টসাধ্য তেমনি
সময়সাপেক্ষ ব্যাপার।এটি এক সপ্তাহে কিংবা এক মাসে
শেখা সম্ভব নয়।তাই শিক্ষার্থীর স্বল্পমেয়াদী এবং
দীর্ঘ্যমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। যেমন –
শিক্ষার্থী নিজেকে speaking এ এক মাসে কোন
পর্যায়ে দেখতে চায়, ছয় মাসে কোন পর্যায়ে
দেখতে চায়, এক বছরে কোন পর্যায়ে দেখতে চায়
ইত্যাদি।

No comments:

Post a Comment