Friday, May 29, 2015


। IBA -এর MBA - এর written test - এ কী কী থাকে ?

Answer : MBA - এর written test -এ ৪টি section থাকে ।
1. Math Section
2. Analytical Section
3. Verbal Section
4.Writing
IBA- এর MBA -এর ভর্তি পরীক্ষা হলো TOEFL , SAT , GRE
ও GMAT এর একটি মিশ্রণ । এগুলোর question follow করে
MBA - এর প্রশ্ন তৈরী হয় । প্রিপারেশন শূরুর আগে IBA
সম্পর্কে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য কারো সাথে কথা বলে
নেয়া উচিত ।

২। বয়স , Year loss , বিভাগ , প্রভৃতির কোনো বাধা MBA -
তে আছে নাকি ?
Answer : IBA - এর MBA , Evening MBA (DU) প্রভৃতি ভর্তি
পরীক্ষা দেয়ার ব্যাপারে আপনার বয়স , year loss , SSC/HSC
পাশের বছর , Science / Arts / Commerce প্রভৃতির কোন
বাধা নেই ।

৩। IBA-এর MBA-তে ভর্তির নূন্যতম যোগ্যতা কি?

Answer : অনেকেই এই ধারণা যে , Simple পাস কোর্স করে
অথবা National University থেকে degree নিয়ে DU-এর IBA-এর
MBA-তে ভর্তি হওয়া যায় না । আসলে , IBA-র MBA-তে ভর্তি
পরীক্ষা দেয়ার Minimum প্রয়োজনীয় যোগ্যতা হলো
SSC,HSC,HONS মিলিয়ে 7 (seven) points এবং একটির বেশী
তৃতীয় বিভাগ থাকতে পারবে না ।


৪। IBA-র MBA-তে কতবার পরীক্ষা দেয়া যায় ?

Answer : একটা ভুল ধারণা হলো IBA-র MBA-তে দুই বা
তিনবারের বেশী পরীক্ষা দেয়া যায় না । সঠিক তথ্য হল, IBA-র
MBA-তে যতবার খুশী পরীক্ষা দেয়া যায়।

৫। প্রশ্নগুলো কী ধরনের হয়ে থাকে ?

Answer: Math- 30 টা question থাকে। ৭ম - ১০ম শেণির
general math , অর্থাৎ , simple পাটিগণিত , বীজগণিত এবং
জ্যামিতি ; তার মানে higher math বা calculus দরকার নেই ।
তবে math গুলো একটু critical & time consuming হয়ে থাকে
। এখানে main challenge হলো timely Answer করা । এর
জন্য দরকার প্রচুর practice & বিভিন্ন ধরনের short-cut
নিয়মগুলো জেনে নেয়া ।
Verbal – এ 30 টা question থাকে। grammar , vocabulary ,
reading comprehension , sentence completion, suffix-
prefix, uses of words প্রভৃতি থেকে । verbal এ ১৫-২০%
Experimental Question থাকতে পারে । উদাহরণ স্বরূপ ব্লা
যায় ৪৮ ও ৪৯ intake exam এ CAT থেকে কিছু question
এসেছিল । Verbal part টাই হল সবচেয়ে vital । এটাই আসলে
পার্থক্য করে দিবে অন্যদের সাথে আপনার । বাংলা মিডিয়ামের
ছেলে-মেয়েরা এই অংশেই ধরা খায় বেশী । তবে সঠিক নির্দেশনা ও
বুদ্ধিমত্তার সাথে preparation নিলে খুব ভালো মত সফল
হওয়া সম্ভব । Analytical Section – ১৫-২০ টা থাকে। এখানে
GRE এর পুরনো pattern er আদলে Puzzle থাকে । আর GMAT
এর Critical Reasoning থাকে । এই Part টাও অনেকের মাথা
ব্যাথার কারন হয়ে দাঁড়ায় । কারন এই জিনিসগুলোর আমাদের
অনেকের কাছেই একেবারে নতুন । Puzzle & Critical reasoning
সহজ ও কার্যকরীভাবে solve করার technique গুলো না জনলে
যেমন অনেক সময় লেগে যাবে তেমনি ভুল হবার সম্ভাবনা শতকরা
৯০ ভাগ । এগুলো করার সহজ উপায়গুলো অভিজ্ঞ কারো
কাছ থেকে জেনে নেয়ার পরামর্শ রইল।
Writing section—২/১ টি থাকবে । paragraph or essay
টাইপের । সাধারনত দেশের বা বিশ্বের কোন সমসাময়িক জরুরী
বিষয় থাকে অথবা general কোন issue নিয়ে লিখতে বলতে পারে
। উদাহরণস্বরূপ বলা যায় ২০১০ সালে এসেছিল Wiki-Leaks এর
কার্যক্রম নিয়ে । এরপর এসেছিল আমাদের garments sector
এর অস্থিরতা নিয়ে, খাদ্যের ভেজাল দেয়া নিয়ে ইত্যাদি। General
section ক্যাটাগরিতে থাকতে পারে যেকোনো issue, যেমন
শীতকালের পিঠা, বৃষ্টি দিনের অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে বিভিন্ন
সময় এসেছে । এ জিনিসগুলো লেখার Pattern কিন্তু আমাদের
গতানুগতিক রচনা বা সারাংশ লেখার মত না । IBA এর writing
section এ GRE/GMAT এর Analytical/Issue task এর কিছু
নির্দিস্ট নিয়ম মেনে লিখতে হয় । এগুলো সবাইকে জেনে নেয়ার
অনুরোধ রইল । অন্যথায় Marks কাটা যেতে পারে ।

৬। বছরে কত বার পরীক্ষা হয় ?

Answer: বছরে এখন ২ বার পরীক্ষা হয়, জুন ও ডিসেম্বর ।

৭। MBA-তে Seat সংখ্যা কয়টি ?
Answer :
জুন সেশনে ফুল টাইমে ৬০ জন নেয়া হয় । ডিসেম্বর সেশনে ফুল
তাইম--৬০, পার্ট টাইম--৬০ মোট ১২০ জন নেয়া হয় ।

৮। IBA-তে পড়তে খরচ কতো ?
Answer : Regular full time এ প্রায় ৭০ হাজার টাকা । part-
time ১.৩-১.৫ লক্ষ্ । Executive এ ২.২-২.৫ লক্ষ।

৯। MBA শেষ করতে কি রকম সময় লাগে ?
Answer: Full-Time---২ বছর, Part-Time----৩.৫-৫ বছর

Thursday, May 28, 2015

Secrets to speaking English success


আমাদের দেশের ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য অধিকাংশ
উচ্চশিক্ষিত ব্যক্তিও ভালোভাবে ইংরেজীতে কথা
বলতে পারে না।এজন্য তারা যেমন হতাশায় ভোগে,
তেমনি কর্মক্ষেত্রে কিংবা বিদেশীদের সাথে
Communication এ পিছিয়ে থাকে। নিচে English
speaking এ সফলতা অর্জনের জন্য কিছু Effective কৌশল
বর্ননা করা হল -

1. Listen, Listen & Listen to Real English
একটি Language শেখার স্বাভাবিক প্রকৃয়া হচ্ছে – First
listen, then speak. একটি শিশু প্রথমে সবার কথা শ্রবন
করে এবং পরবর্তীতে ধীরে ধীরে একটু একটু
করে বলতে শিখে।একজন শিক্ষার্থী যত Real English
শ্রবন করার অভ্যাস করবে, তার English বলার ক্ষমতা তত
বৃদ্ধি পাবে।

2. Don’t Study Grammar Too Much
শিক্ষার্থীদের একটা কথা মনে রাখতে হবে, Language
Grammar কে অনুসরন করে না, Grammar Language
কে অনুসরন করে।একটি শিশু প্রথমে ভাষা বলতে শিখে
এবং পরবর্তীতে Grammar শিখে।
এক্ষেত্রে শিক্ষার্থীর Tense, Passive Voice,
Modals, Auxiliaries ইত্যাদি সম্পর্কে basic ধারনা থাকাই
যথেষ্ট। কারন Grammar নিয়ে অতিরিক্ত obsessed হয়ে
গেলে English এ কথা বলা জটিল ও সময়সাপেক্ষ হয়ে
পড়বে।

3. Think in English
ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে হলে বাংলা
থেকে ইংরেজীতে translation করা বর্জন করতে
হবে এবং ইংরেজিতে চিন্তা করা শিখতে হবে। If you
can’t think in English, you won’t be able to speak
fluent English. তাই প্রতিনিয়ত English এ চিন্তা করার
 চর্চা শুরু করতে হবে।

4. Study Phrases Rather Than Individual Words
English speaking এ improve করতে হলে
শিক্ষার্থীদেরকে individual word এর পরিবর্তে
English Phrase শিখতে হবে। যেমন: ধরা যাক একটি
ইংরেজি শব্দ Viable যার অর্থ টেকসই। এখন, Individually
‘Viable’ শব্দটি না শিখে বরং Phrase এ শেখা উচিত,
যেমন: ‘A viable alternative’ অথাৎ ‘একটি টেকসই
বিকল্প’। এতে যেমন শব্দটির অর্থ শেখা হবে তেমনি
তার ব্যবহারও।

5. Speak English Regularly & Confidently
পানিতে না নেমে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি
ইংরেজীতে কথা না বলে English speaking শেখা যায়
না। তাই বাড়িতে, ক্লাশে, অফিসে, বন্ধুদের সাথে নিয়মিত
ইংরেজীতে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।যারা
ইংরেজীতে কথা বলা শিখতে চায়, তাদেরকে নিয়ে
Group তৈরি করতে হবে।
আত্মবিশ্বাসের সাথে ইংরেজীতে কথা বলতে হবে।
এক্ষেত্রে একটা কথা স্মরন রাখতে হবে – আপনি
ইংরেজীতে যত কথা বলবেন, আপনার আত্মবিশ্বাস তত
বৃদ্ধি পাবে। আর আপনার আত্মবিশ্বাস যত বৃদ্ধি পাবে,
আপনি তত ভালোভাবে ইংরেজি বলতে পারবেন।

6. Accept Your Mistakes While Speaking
ইংরেজীতে কথা বলতে গেলে শুরুতে ভূল হওয়াটাই
স্বাভাবিক। বরং ভূল না হওয়াটাই অস্বাভাবিক।তাই এই ভূলের
কারনে embarrassment এর ভয়ে কথা বন্ধ না করে বরং
এই ভূলকে স্বভাবিক ভাবে নিয়ে ইংরেজীতে কথা বলা
চালিয়ে যেতে হবে।এবং এই ভূলগুলির প্রতি সচেতন
হতে হবে। এতে আজ যে ভূলগুলো
হবে ‌আগামীকাল তার সংখ্যা কমে যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হলো – অধিকাংশ মানুসই এই
ভূলগুলো বুঝতে পারবে না অথবা যারা বুঝতে পারবে তারা
এই ভূলগুলোকে ignore করে মূল বক্তব্যের দিকে
মনোযোগ দিবে।

7. Set goals: Short Term & Long Term
English speaking শেখা যেমন কষ্টসাধ্য তেমনি
সময়সাপেক্ষ ব্যাপার।এটি এক সপ্তাহে কিংবা এক মাসে
শেখা সম্ভব নয়।তাই শিক্ষার্থীর স্বল্পমেয়াদী এবং
দীর্ঘ্যমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। যেমন –
শিক্ষার্থী নিজেকে speaking এ এক মাসে কোন
পর্যায়ে দেখতে চায়, ছয় মাসে কোন পর্যায়ে
দেখতে চায়, এক বছরে কোন পর্যায়ে দেখতে চায়
ইত্যাদি।