Thursday, March 26, 2015

বিভিন্ন দেশের মুদ্রা মনে রাখার টেকনিক-l



যে দেশের মুদ্রার নাম "পাউন্ড"
টেকনিক :- যুক্তরাজ্যে সিসা মিলে।
যুক্তরাজ্য- যুক্তরাজ্য
সি- সিরিয়া
সা- সাইপ্রাস
মি- মিশর
লে- লেবানন

যে দেশের মুদ্রার নাম "শিলিং"
#টেকনিক:- সোমবারে কেউ তাস খেলো?
সোম- সোমালিয়া
কে- কেনিয়া
উ- উগান্ডা
তাস- তাঞ্জানিয়া

যে দেশের মুদ্রার নাম "ক্রোনার"
#টেকনিক:- নর-নারি আইছে সুইডেন হয়ে ডেনমার্কে।
নর- নরওয়ে
আইছে- আইসল্যান্ড
সুইডেন- সুইডেন
ডেনমার্ক- ডেনমার্ক

যে দেশের মুদ্রার নাম "লিরা"
#টেকনিক:- তোর বেটি??
তোর- তুরস্ক
বেটি- ভ্যাটিকান

যে দেশগুলার মুদ্রার নাম "দিনার"
#টেকনিক:-আকুতি, বাহ!!!
আ- আলজেরিয়া
কু- কুয়েত
তি- তিউনিশিয়া
বাহ- বাহরাইন


Facebook  page

পোস্ট ভাল লাগলে এবং এমন আরো নতুন পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। 

Tuesday, March 24, 2015

"""সংখ্যা ১৪ নিয়ে বিশেষ পোস্ট"""



→ শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
→বিশ্ব ডায়াবেটিস দিবস- ১৪ নভেম্বর
→ পবিত্র কোরানের মোট সূরা- ১১৪টি
→ পানামা খালের গভীরতা- ১৪ মিটার
→ চীনের প্রতিবেশী দেশ- ১৪ টি
→ বর্তমানে বিশ্বে মৌলিক পদার্থের সংখ্যা- ১১৪ টি
→ পাকিস্তানের স্বাধীনতা দিবস-১৪ আগষ্ট
→ ১০ম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহন করে- ১৪টি দেশ
→ সনেটে পংক্তি বা লাইন থাকে- ১৪টি
→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মোট
উপন্যাস- ১৪টি
→ মনমোহনসিং ভারতের- ১৪তম প্রধানমন্ত্রী
→ কুরআনে মোট সিজদার আয়াত- ১৪টি
→ জাতিপুঞ্জ চুক্তিতে মোট- ১৪টি দফা ছিল
→ বাংলাদেশে পরমানু চিকিৎসা কেন্দ্র- ১৪টি

Facebook Page


পোস্ট ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। 

ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এর আবিষ্কারকের নাম Shortcut টেকনিক

ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এর আবিষ্কারকের নাম Shortcut টেকনিক 


টেকনিক :- ইট পরে নিচে।
ই = ইলেকট্রন,
ট = টমসন(থমসন)

প = প্রোটন,
রে = রাদারফোর্ড

নি = নিউট্রন,
চে = চ্যাডউইক


Facebook Page


পোস্ট ভাল লাগলে এবং এমন আরো নতুন পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। 

সুন্দরবন বিস্তৃত জেলাগুলার নাম টেকনিকে মনে রাখার কৌশল



সুন্দরবন অঞ্চলের ৫টি জেলা-----
টেকনিক :- সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু।
বাঘ- বাগেরহাট
সাতারে- সাতক্ষীরা
খু- খুলনা
ব- বরগুনা
পটু- পটুয়াখালী

উত্তর আফ্রিকার দেশগুলো মনে রাখার কৌশল
টেকনিক:- MoSST WEAL come
দেশ ( রাজধানী )
Mo=মরক্কো (রাবাত)
S=সুদান (খার্তুম)
S= দক্ষিণ সুদান/South Sudan (জুবা)
T=তিউনিশিয়া (তিউনিশ)
W= পশ্চিম সাহারা/West Sahara (আল আইয়ুন)
E= মিশর/Egypt (কায়রো)
L= আলজেরিয়া (আলজিয়ার্স)

facebook page


পোস্ট ভাল লাগলে এবং এমন আরো নতুন পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। 

Monday, March 23, 2015

বি.সি.এস, চাকরি& বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্তপুর্ন



১। বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো, খাসিয়া ও সাঁওতাল।
(টেকনিক: গা খাসা)

২। বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি— মারমা ও হাজং।
(টেকনিক: মাহা)

৩। মুসলমান উপজাতি-- পাঙন।

৪। সাঁওতালরা কোথায় বাস করে তা মনে রাখুন এভাবে---
টেকনিক:- রাদিব রং নিয়ে খেলা করে
রা= রাজশাহী
দি= দিনাজপুর
ব=বগুড়া
রং= রংপুর

৪। খাসিয়া ও মনিপুরীরা কোথায় বাস করে মনে রাখুন
এভাবে---
টেকনিক:- সিম
সি= সিলেট
ম= মগরা ( বান্দরবন)

৫। বাংলাদেশের উপজাতি না এগুলো মনে রাখুন এভাবে---
টেকনিক:- আফ্রিদির মা জুনা
আফ্রিদি =আফ্রিদি
মা= মাওরী
জু= জুল
না=নাগা

৬। বাংলাদেশে বাস করে — ৪৫টি উপজাতি।

৭। রাখাইনরা কোথায় বাস করে মনে রাখুন এভাবে---
টেকনিক:- পটুক
পটু=পটুয়াখালী
ক= কক্সবাজার

 Facebook Page


পোস্ট ভাল লাগলে এবং এমন আরো নতুন পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন। 

Special Math টেকনিক


Sin, Cos, Tan এর শর্টকার্ট টেকনিক


টেকনিক :-সাগরে লবণ আছে
Sin = লম্ব/অতিভুজ
সাগরে = Sin
লবণ = লম্ব
আছে = অতিভুজ

টেকনিক:- কবরে ভূত আছে
Cos =ভূমি/অতিভুজ
কবরে = Cos
ভূত = ভুমি
আছে = অতিভুজ

টেকনিক:- ট্যারা লম্বা ভূত
Tan= লম্ব/ ভূমি
ট্যারা = Tan
লম্বা = লম্ব
ভুত = ভুমি


Facebook


পোস্ট ভাল লাগলে এবং এমন আরো নতুন পোস্ট পেতে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করবেন।